স্বপ্নপূরণ স্কুলের শিক্ষা সমাবেশ ও সমাবর্তন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে স্বপ্নপূরণ স্কুল (মানিকদিপা ফকিরপাড়া) শাখায় শিক্ষার্থীদের শিক্ষা সমাবেশ ও সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মানিকদিপা ফকিরপাড়া গ্রামে ২'শতাধিক শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি এ আয়োজন করা হয়।

পল্লী উন্নয়ন একাডেমি,বগুড়া সাবেক পরিচালক ড. একেএম জাকারিয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা,আওয়ামী লীগ নেতা সৈয়দ হোসেন মনির,আব্দুল ওয়াদুদ মুকুল,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন,মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা সভাপতি আজফারুল হাবিব সুমন,স্বপ্নপূরণ স্কুলে পরিচালক মিজানুর রহমান,উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন,শিক্ষিকা নুরুন্নাহার আক্তার সহ সকল শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বপ্নপূরণ স্কুল গুলোতে মান সম্মত পড়াশোনার পরিবেশ উন্নয়নকল্পে শিক্ষিকাদের দিকনির্দেশনা ও পঞ্চম শ্রেণীর ৩৮ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা দেওয়া হয়।

উল্লেখ্য-স্বপ্নপূরণ স্কুলটি শহরের পাশাপাশি গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে ২০ টি শাখা কেন্দ্রে মাধ্যমে সুনামের সহিত পাঠদান পরিচালনা করছে।