জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কিশোরগঞ্জে মৎস্য পোনা অবমুক্ত করলেন কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন

এগ্রিলাইফ২৪ ডটকম:কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ ও অ্যাডভোকেট আব্দুর রশিদ ল'কলেজ ও ন্যাশনাল আইডিয়াল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।

শনিবার (৩০ জুলাই) কিশোরগঞ্জ রেলস্টেশন জামে মসজিদ পুকুরপাড়ে বেলা বারোটায় তিনি মৎস্য পোনা অবমুক্ত করেন। এরপর তিনি কিশোরগঞ্জ জেলা মৎস্যলীগ আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।



মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আহছান উল্লাহর সভাপতিত্বে জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়ার সঞ্চালনায় অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাসুম, জেলা আওয়ামী লীগের সদস্য হাসান মমিন উজ্জ্বল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা তাঁতী লীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



পরে এক সনদ বিতরণ অনু্ষ্ঠানে অ্যাডভোকেট লুৎফর রাশিদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট নূরুন্নবী বাদল, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক সরকার, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল হক খান সাজন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের ফারুক সনজু, জেলা মহিলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শংকরী রানী সাহা, অ্যাডভোকেট মাহমুদুল হাসান লিটন, বিজ্ঞ এপিপি অ্যাডভোকেট আজিজুর রহমান রুমেন সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।