কৃষি তথ্য সার্ভিস খুলনা উদ্যোগে জলবায়ূ পরিবর্তন ও দক্ষিণাঞ্চলের কৃষি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: কৃষি তথ্য সার্ভিস, খুলনার আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে বুধবার (২৮ মে) ‘জলবায়ূ পরিবর্তন ও দক্ষিণাঞ্চলের কৃষি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার প্রধান তথ্য অফিসার কৃষিবিদ বি এম রাশেদুল আলম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ন এজেন্সী’র আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম।

‘জলবায়ূ পরিবর্তন ও দক্ষিণাঞ্চলের কৃষি’ শীর্ষক মুল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনার অবঃ অধ্যক্ষ কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম ও ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি জলবায়ূ পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি।

প্রধান অতিথি কৃষিবিদ বিভাস বলেন, মুল প্রবন্ধাকার জলবায়ূ পরিবর্তন ও দক্ষিণাঞ্চলের কৃষির চ্যালেঞ্জ সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি সেমিনারে প্রস্তাবিত সুপারিশসমুহ কৃষি তথ্য সার্ভিসের মাধ্যমে সরকারের নীতি নির্ধারকে কাছে পেশ করার জন্য প্রধান তথ্য অফিসারেকে অনুরোধ করেন। বিশেষ অতিথি কৃষিবিদ নজরুল বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি বিভাগীয় কর্মকর্তাগন সেমিনারে উপস্থাপিত বিষয়গুলো নিজ কর্তব্য-কর্মে অনুশীলন করতে পারলে জলবায়ূ পরিবর্তনের কারণে যে ক্ষতি হচ্ছে তা কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করা যায়। প্রধান তথ্য অফিসার কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য সেমিনারে অবহিত করেন।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট খুলনা বিভাগীয় কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ জি এম মোস্তাফিজুর রহমান, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক কৃষিবিদ রীনা খাতুন, মাগুরার উপপরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম, দৌলতপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ সঞ্জয় দাস, অতি. উপপরিচালক কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন, অতি. উপপরিচালক কৃষিবিদ ড. মনির হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, খুলনার সিনিয়র সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ তানজিন সুরাইয়া মুনমুন প্রমুখ।

মূল প্রবন্ধাকার ও আলোচকবৃন্দ সেমিনারের জন্য নির্বাচিত আলোচ্য বিষয়টি সময়োপযোগী বলে একমত হন। সকল আলোচক দক্ষিণাঞ্চলের কৃষির চ্যালেঞ্জ ও অভিযোজনে গৃহীত কর্মসূচি জলবায়ূ পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্থ মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্য কৃষি মন্ত্রণালয়ভুক্ত সকল বিভাগকে তৎপর হওয়ার জন্য অনুরোধ করেন। ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য জলবায়ূ তহবিল গঠনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। কৃষি সংশ্লিষ্ট গবেষণা ইনস্টিটিউট যাতে উপকূলীয় এলাকায় লবণাক্ততা সহিষ্ণু ফসল জাত উদ্ভাবন করতে পারে তার জন্য অনুরোধ করেন।

কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে প্রকাশিত কৃষি প্রযুক্তিভিত্তিক কৃষকদের কাছে সমাদৃত মাসিক কৃষি কথা’র জন্য বেশি সংখ্যক গ্রাহক সংগ্রহ করার জন্য যশোর, মণিরামপুরের প্রাক্তন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ‍ঋতুরাজ সরকার, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, নড়াইল সদরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলামকে কৃষি তথ্য সার্ভিস এর পক্ষ হতে প্রশংসা পত্র ও সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

খুলনা বিভাগের বিভিন্ন সেক্টরের জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত কৃষিবিদ, কৃষি বিজ্ঞানী, বাংলাদেশ বেতারের কর্মকর্তা ও প্রিন্ট/ইলেকট্রোনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করে মূল্যবান মতামত পেশ করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি তথ্য সার্ভিস, খুলনার আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমিনা শামীম।