বর্ণাঢ্য আয়োজনে শেকৃবিতে কৃষিবিদ দিবস পালিত

শেকৃবি প্রতিনিধি:নানা আয়োজনে উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে  শেকৃবিতে পালিত হলো কৃষিবিদ দিবস। আজ ১৩ ই ফেব্রুয়ারি, কৃষিবিদ দিবসকে ঘিরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিস্ট সকলে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।

কৃষিবিদ দিবসের আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড: শহীদূর রশীদ ভূঁইয়া বলেন, দেশের সকল কৃষিবিদের একযোগে করার ফলে আজকে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সকল কৃষিবিদকে সমস্ত ভেদাভেদ ভুলে, হাতে হাত রেখে দেশের কৃষি সেক্টরকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ  প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, প্রফেসর ড. অলোক কুমার পাল, প্রফেসর ড. মোঃ সেকান্দার আলী, ড. আয়েশা আক্তার, ড. কে বি এম সাইফুল ইসলামসহ অনেক শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।