৩৮ তম বিসিএসের ২৫৬ জন ক্যাডারকে সংবর্ধনা দিল বাকৃবি

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের মধ্যে থেকে ৩৮ তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিকাল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা যায়, ৩৮ তম বিসিএস এ বাকৃবির ২৫৬ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে পুলিশ ক্যাডারে ৭ জন, প্রশাসন ক্যাডারে ১৭ জন, কৃষি ক্যাডারে ১০৫ জন, প্রাণিসম্পদ ক্যাডারে ৪৯ জন, মৎস্য ক্যাডারে ১২ জন, ট্যাক্স এবং কাস্টমস ক্যাডারে ২ জন, অডিট ক্যাডারে ২ জন, তথ্য ক্যাডারে ২ জন এবং পোস্টাল ক্যাডারে দুই জন সংবর্ধনা গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (এম.পি)। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বিএডিসির চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (এম.পি) বলেন,“ আমি আশা করব সবাই সততার সাথে নিজের কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে এবং বাংলাদেশ সরকারের উন্নত দেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে আপনারা বিশেষ ভূমিকা পালন করবেন। দক্ষতা, বাস্তবতা ও পেশাদারিত্বকে কাজে লাগিয়ে টেকশই উন্নয়ন অভিষ্ঠ অর্জনে নিষ্ঠার সাথে দেশের প্রতি সেবা প্রদান করে বাংলাদেশকে বিশে^র একটি উন্নত ও স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে অভিহিত করবেন ।”