বারিগম ৩৩ প্রদর্শনী প্লট পরিদর্শন করলেন অতিরিক্ত কৃষি সচিব কমলারঞ্জন দাশ

এগ্রিলাইফ২৪ ডটকম:চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মাধাইপুর-এ জিনারপুর ব্লকে স্থাপিত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কেন্দ্র, রাজশাহী কর্তৃক বাস্তবায়নকৃত গবেষণার প্রদর্শনী প্লট (বারিগম ৩৩) পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনু বিভাগ-এর  অতিরিক্ত সচিব মি: কমলারঞ্জন দাশ। আজ শনিবার পরিদর্শনকালে তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, কম সেচ ব্যবহার করে আগামীতে গমের নতুন নতুন জাতের চাষ বৃদ্ধি করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী কৃষিতে যে দিক নির্দেশনা তা বাস্তবায়ন করার জন্য এলাকার কৃষকদের সহযোগিতা কামনা করেন ও এক ইঞ্চি জমি যাতে পতিত না থাকে সেজন্য এলাকার কৃষকদের বিভিন্ন জাতের ফসল চাষে উদ্বুদ্ধ করেন।

এসময় তার সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ-এর উপ পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-এর মোঃ এছরাইল হোসেন উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন গবেষণার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা, উপ সহকারী কৃষি কর্মকর্তা, প্রদর্শনী ভুক্ত কৃষক, এলাকার আদর্শ কৃষক সহ মিডিয়া ব্যক্তিত্ব।