প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি'র দায়িত্বভার গ্রহন করলেন ডা.শেখ আজিজুর রহমান

রাজধানী প্রতিনিধি:প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি'র দায়িত্বভার গ্রহন করলেন ডা.শেখ আজিজুর রহমান। এর আগে গত ১ এপ্রিল তাকে মহাপরিচালক (সাময়িক দায়িত্ব) দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ-১ অধিশাখার উপসচিব এ জেড এম নুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয় পুনরাদেশ দেয়া না পর্যন্ত বিসিএস (লাইভস্টক) ক্যাডারের কর্মকর্তা রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা: শেখ আজিজুর রহমানকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (সাময়িক দায়িত্ব)-এর দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।

এদিকে ডিএলএস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সকলেই নবনিযুক্ত মহাপরিচালক এর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেছেন।