এগ্রিলাইফ২৪ ডটকম:২০ অক্টোবর (সোমবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বর্ষপূর্তি উদযাপন কমিটির উদ্যোগে সিকৃবি ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এর ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে “সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫”আয়োজন করা হয়। সিকৃবি অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় এবং সিকৃবি বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজন কমিটির সভাপতি প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে “এক বছরের উন্নয়নের সাফল্য গাথা”প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হোক কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের এক আন্তর্জাতিক কেন্দ্র। আমাদের শিক্ষার্থীরা শুধু ভালো চাকরি নয়, বরং ভালো মানুষ হিসেবে দেশ ও সমাজে অবদান রাখুক। আমরা যদি আমাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অর্জন দেশের মর্যাদা বাড়াবে।
তিনি বলেন, কতটা সফলতার সহিত উন্নয়ন কাজ করেছি জানা নাই, তবে এই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করে যাব। আমার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকলকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই । এ সময় তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নয়; এটি জ্ঞান, গবেষণা ও মানবিক মূল্যবোধের চর্চার কেন্দ্র। আমাদের প্রত্যেককে হতে হবে জ্ঞানের অনুসারী, জ্ঞানের পিপাসু। কারণ জ্ঞানই পারে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের লেডিস ক্লাবের সভানেত্রী মাহবুবা রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ওমর শরীফসহ বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।