এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তরুণদের অনুপ্রাণিত করতে “Financial Inclusion| Engaging and Inspiring Youth in Banking” শীর্ষক বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় বহিরাঙ্গন কার্যক্রম ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে ৩১ আগষ্ট বেলা ২:৩০টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়েই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে হবে। আমার বিশ্বাস শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে অগ্রনী ভ‚মিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল বাশার। সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কার্যক্রম এর পরিচালক প্রফেসর ড. মোঃ জামশেদ আলম।
প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিস শায়লা আবেদীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুবুল হাসান ও উপ ব্যবস্থাপনা পরিচালক (এইচআর) মি. জিয়াউর রহমান অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ব্যাংকিং খাতে দক্ষতা ও নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।