বাকৃবিতে অনলাইন যানবাহন আবেদন ও জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালু

বাকৃ‌বি প্রতি‌নি‌ধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনলাইন যানবাহন রিকুইজিশন ও জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা চালু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় নতুন এ সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে নতুন ব্যবস্থা নিয়ে বিস্তারিত ধারণা দেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এখন থেকে নিজেদের ইআরপি (প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা প্রোফাইল) থেকে সহজেই গাড়ি রিকুইজিশন (গা‌ড়ি বু‌কিংয়ের আ‌বেদনপত্র) করতে পারবেন। এতে গাড়ির নম্বর, চালকের নাম, কোন গাড়িটি পাওয়া যাবে- এসব তথ্য সরাসরি দেখা যাবে। মাত্র একটি ক্লিকের মাধ্যমে গাড়ি বুকিংয়ের কাজও সম্পন্ন করা যাবে।

অধ্যাপক রোস্তম আলী আরও জানান, যানবাহন রিকুইজিশনের পুরো সফটওয়্যারটি তৈরির কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। পরিবহন শাখার প্রয়োজন অনুযায়ী সিস্টেমটি তৈরী করে দেওয়া হয়েছে। আর জিপিএস ট্র্যাকিং অংশটি বাস্তবায়নে কাজ করেছে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি। ভর্তি পরীক্ষার নথিপত্র সরবরাহের সুরক্ষায় যে ২০টি জিপিএস যন্ত্র কেনা হয়েছিল, সেগুলো মজুদ না রেখে পরিবহন শাখায় কাজে লাগানো হচ্ছে। বর্তমানে চারটি দূরপাল্লার গাড়িতে এ ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ধাপে ধাপে সব গাড়িতে যুক্ত করা হবে। এতে করে মজুদ থাকা সম্পদের অপচয় না করে সঠিক ব্যবহার নিশ্চিত হলো।

নতুন এ ব্যবস্থাটি ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড (স্মার্টফোনে চালিত গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম) ও আইওএস (অ্যাপলের আইফোনে চালিত মোবাইল অপারেটিং সিস্টেম) এর মাধ্যমে। এর ফলে যেকোনো দুর্ঘটনা বা জরুরি মুহূর্তে সহজেই গাড়ির অবস্থান শনাক্ত করা যাবে।

পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. গোলজারুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. হুমায়ূন কবির, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান প্রমুখ।

উন্নত এ সিস্টেমটির উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, পরিবহন শাখায় অনলাইন রিকুইজিশন ও ট্র্যাকিং ব্যবস্থা চালুর মধ্য দিয়ে একটি নতুন দিগন্তের শুরু হলো। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এ ধরনের উদ্ভাবনী উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের একটি শাখা আজ এগিয়ে গেল, যা সবার জন্য অনুপ্রেরণার। তবে সিস্টেমটি পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় দিতে হবে। ট্রাবলশুটিংয়ের পরে
পর এটি পুরোপুরি সচল হবে। বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য কল্যাণকর এমন বিষয়ে আমরা সবসময় উৎসাহ দিতে চাই। নিঃস্বার্থভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করতে চাই।