মো : এমদাদুল হক: আজ বুধবার ১৬ জুলাই বিকাল ৫ টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধান কার্যালয়, রাজশাহী এর আয়োজনে অত্র দপ্তরের সম্মেলন কক্ষে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত যোদ্ধাদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএমডিএ, রাজশাহী এর প্রকৌশলী মো: আশরাফুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএমডিএ, রাজশাহীর (অতিরিক্ত সচিব) নির্বাহী পরিচালক মোঃ তরিকুল আলম ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিএমডিএ, রাজশাহী মসজিদের ইমাম মো: রফিকুল ইসলাম। এরপর শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত যোদ্ধাদের স্মরণে সকলে এক মিনিট দাঁড়িয়ে থেকে নিরবতা পালন করেন।
অতিথিদ্বয় বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে অগ্রগন্য। সম্ভাবনাময় বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় সকল শৃঙ্খল, অন্যায়-অবিচার ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তির সুতিকাগার হয়ে উঠেছে ছাত্র আন্দোলন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় ঘটনা। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের এক অন্যতম দৃষ্টান্ত হলো সাতচল্লিশের দেশভাগের পরবর্তী বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের এক অনন্য দৃষ্টান্ত রাষ্ট্রভাষা বাংলা করার আন্দোলন।
১৯৫২ সালে ঢাকা শহরের ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এ আন্দোলনে নামেন। ২১ ফেব্রুয়ারি ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয় রাষ্ট্রভাষা বাংলা।'বাষট্টির শিক্ষা আন্দোলন', 'উনসত্তরের গণঅভ্যুত্থান', 'একাত্তরের মহান মুক্তিযুদ্ধ' ছাত্ররা মুক্তিবাহিনী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২৪ সালের ১৬ জুলাই বাংলাদেশসহ বিশ্বের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। এদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদকে প্রকাশ্যে পুলিশ গুলি করে নৃশংসভাবে হত্যা করে। এ পাশবিক ঘটনা দেশ-বিদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যার ফলে সরকারের ক্ষমতায় থাকার পথ রুদ্ধ হয়ে যায়। তারা এক নতুন রাষ্ট্র নির্মানে রাস্তায় নেমেছে রুখে দাড়িয়েছে। ২০২৪ সালের আমাদের সন্তানদের আত্মত্যাগ ভোলা যায় না। তারা আমাদের গর্ব। তারা ৭১ এর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি।
অনুষ্ঠানের শেষে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত যোদ্ধাদের জন্য সকলে মিলে মোনাজাত করা হয়।
এছাড়াও স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বিএমডিএ, রাজশাহী; কৃষি তথ্য সার্ভিসসহ; প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।