এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল ২৭ জুন ২০২৫ বিকাল ৪:৩০ ঘটিকায় মীর আইয়ুব আলী বিদ্যা নিকেতন, রাজশাহীতে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল (ডিস্ট্রিক্ট ৬৪, বাংলাদেশ) আয়োজিত এবং রোটারি ক্লাব অব ডোমকল মুর্শিদাবাদ ও রোটারি ক্লাব অব ক্যালকাটা নব দিগন্ত (RID 3291, ভারত) এর সহযোগিতায় "রোটারি স্থায়ী স্বাস্থ্যসেবা ও মিনি চক্ষু শিবির" এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন অল ইন্ডিয়া ওয়াকফ বোর্ড (কলকাতা) এর সভাপতি ও রোটারি ক্লাব অব নব দিগন্তের সভাপতি রোটারিয়ান সৈয়দ ইরফান শের। বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব ডোমকল মুর্শিদাবাদের ম্যাজিক প্রেসিডেন্ট রোটারিয়ান ওয়াসিকুর রহমান।
সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান মো. মিজানুর রহমান (প্রেসিডেন্ট ইলেক্ট), রোটারিয়ান ড. মো. হেমায়াতুল ইসলাম আরিফ (আইপিপি), রোটারিয়ান ড. মো. গোলাম মাওলা, মো. আতিকুর রহমান (সেক্রেটারি), ইঞ্জিনিয়ার শরিফুল হক (সেক্রেটারি ইলেক্ট), এবং বিদ্যা নিকেতনের পরিচালক মীর শফিকুল ইসলাম মিলন ও প্রধান শিক্ষিকা শামীমা আখতার মায়া।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ওয়াকফের কার্যক্রম ও সমাজে এর অবদান এবং চোখের সুরক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। অতিথিরা যৌথভাবে এই স্বাস্থ্য সেবা শিবিরের আয়োজনকে প্রশংসা করেন এবং ভারত-বাংলাদেশ রোটারিয়ানদের সম্মিলিত উদ্যোগকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন। শিবিরে মোট ৩০ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. সৈয়দ শাহ আলম নিজের জমিতে তিনতলা ভবন নির্মাণ করে সেখানে বিদ্যালয়, রোটারি স্বাস্থ্যকেন্দ্র, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং হোসনে আরা ফাউন্ডেশন পরিচালনার জন্য দান করেছেন, যা সমাজে তাঁর মহতী অবদানের সাক্ষ্য বহন করে। প্রধান অতিথি ভবিষ্যতে ব্যবহারের জন্য চক্ষু পরীক্ষার যন্ত্রপাতি দান করেন।