এগ্রিলাইফ২৪ ডটকম: গতকাল ১১ জুলাই ২০২৫ (শুক্রবার) বাংলাদেশ গোট অ্যান্ড শীপ ফারমার্স অ্যাসোসিয়েশন (বিজিএসএফএ)-এর ২০২৫-২০২৮ মেয়াদের জন্য ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ঢাকার পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরডি) হলরুমে অনুষ্ঠিত এক বিশেষ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এই কমিটি পুনর্গঠন করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা হলেন মোঃ হাসিবুল হাসান রাসেল-সভাপতি, মোহাব্বত হোসেন- সাধারণ সম্পাদক, সামির বিন লোকমান–ট্রেজারার, ডাঃ সরোয়ার ফয়সাল– সাংগঠনিক সম্পাদক, রাজিবুল ইসলাম– দপ্তর সম্পাদক। কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ মোট ২৯ জন নিয়ে আগামী তিন বছরের জন্য এসোসিয়েশনের নেতৃত্ব দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আগামী দিনে দেশের খামারিদের উন্নয়ন, প্রশিক্ষণ এবং ছাগল ভেড়া খাতের অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিজিএসএফএ-র পক্ষ থেকে জানানো হয়, সংগঠনটি দেশব্যাপী খামারিদের সংগঠিত করা এবং খামার ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
এই পুনর্গঠিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।