ঝালকাঠির রাজাপুরে কৃষকের মাঝে এলএলপি বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল): ঝালকাঠির রাজাপুরে কৃষকের মাঝে এলএলপি ও ফিতা পাইপ বিতরণ করা হয়েছে।৪ এপ্রিল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন।

উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মেহেদী হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এলএলপি ও ফিতা পাইপ ব্যবহার করে কৃষকেরা আরও বেশি জমি চাষ করতে পারবেন। এতে তারা উৎসাহিত হবেন। উৎপাদনও বাড়বে বেশ।

উপজেলা কৃষি অফিসার বলেন, এলএলপি ও ফিতা পাইপ গ্রুপের ত্রিশ জন কৃষক সঠিকভাবে ব্যবহার করলে ফসলের ঘনত্ব বৃদ্ধি পাবে। বিশেষ করে রবি ও খরিফ- ১ মৌসুমে ফসলের উৎপাদন বাড়বে এবং অধিক জমি চাষের আওতায় আসবে।

বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৮টি কৃষক গ্রুপের মধ্যে এই কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে বিতরণ করা হয়।