এগ্রিলাইফ২৪ ডটকম: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফ্যাকাল্টি অব অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনে নবম ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তিনি বলেন, “প্রাণি চিকিৎসা এক মহান পেশা। এ পেশার মাধ্যমে গরিব কৃষকদের দোয়া পাওয়া যায়। আগামীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের নেতৃত্ব দিবে তোমরা। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে কম্বাইন্ড ডিগ্রি চালু হবে।”
উপাচার্য আরও আশা প্রকাশ করেন যে, একাডেমিক জ্ঞানের পাশাপাশি মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলবে এবং তারা দেশ ও আন্তর্জাতিক পরিসরে শেকৃবির নাম উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ সময় তাত্ত্বিক পড়াশোনার মধ্যে থাকলেও এই ইন্টার্নশিপ তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিনের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীরা আরও দক্ষ হয়ে উঠবে। এই ছয় মাসের ইন্টার্নশিপ শেখার এক সুবর্ণ সুযোগ। অনুষ্ঠানের শেষে তিনি শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
কো-অর্ডিনেটর ড. মো. মহাব্বত আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজ তোমরা স্বপ্ন বাস্তবায়নের ফাইনাল প্লাটফর্মে পদার্পণ করতে যাচ্ছ। সকলের জন্য শুভকামনা।” অপর কো-অর্ডিনেটর ড. শরীফা জাহান বলেন, “তোমরা ভবিষ্যতের ডাক্তার। হাতে-কলমে শেখার সময় এসেছে। ভুল থেকেই শেখা যায়, তাই মনোযোগ দিয়ে শেখার আহ্বান জানাই।”
আয়োজনে অংশীদার প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয় ACI অ্যানিমেল হেলথ এবং The ACME ল্যাবরেটরিজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ACI অ্যানিমেল হেলথের হেড অব বিজনেস ডা. মোহাম্মদ আমজাদ হোসেন এবং The ACME ল্যাবরেটরিজের সেলস ম্যানেজার (ভেট) ড. মোঃ জুলহাস উদ্দিন। তারা বলেন, শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণ ও শিল্পখাতের অভিজ্ঞতার সমন্বয় ভবিষ্যৎ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের হাতে ইন্টার্নশিপ উপকরণ বিতরণ করা হয় এবং ‘AgroVet Product’ বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপসানা পারভীন বর্ষা।