প্লাস্টিকের হাজল তৈরির উদ্যোক্তা খুঁজছে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)

এগ্রিলাইফ২৪ ডটকম: গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে প্লাস্টিকের হাজল (মুরগির ডিমে তা দেওয়ার পাত্র) তৈরির জন্য উদ্যোক্তা খুঁজছে।

বগুড়া জেলার ৪টি উপজেলায় আরএমটিপি পোল্ট্রি প্রকল্পটি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ইফাদ ও ড্যানিডার আর্থিক ও কারিগরি সহায়তায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক ২০২২ সালের জুলাই মাস হতে বাস্তবায়িত হয়ে আসছে। গ্রামাঞ্চলে পারিবারিকভাবে দেশি মুরগি পালনকারীদের মুরগির ডিমে তা দেওয়ার জন্য আদর্শ পাত্র (হাজল) তৈরি ও বিক্রয় করার জন্য মূলত নতুন এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্যোক্তা নির্বাচনঃ
• বগুড়া জেলায় প্রতিষ্ঠিত এমন প্লাস্টিক কোম্পানী/ উদ্যোক্তা যিনি প্লাস্টিকের আধুনিক বিভিন্ন পণ্য উৎপাদন করছে এবং নতুন পণ্য বাজারে আনতে আগ্রহী
• উৎপাদিত প্লাস্টিকের হাজল জেলা-উপজেলায় বিভিন্ন পর্যায়ের দোকানে সরবরাহের সক্ষমতা
• নতুন পণ্য উৎপাদনে উদ্যমী, ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ও ঝুঁকি নেওয়ার মানসিকতা সম্পন্ন

উদ্যোক্তা উৎপাদন ও বিপনন কাজে নিজে বিনিয়োগ করবেন এবং এতে প্রকল্প থেকে আংশিক অনুদান প্রদান করা হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
মোঃ রহমত আলী, প্রকল্প ব্যবস্থাপক, আরএমটিপি পোল্ট্রি প্রকল্প, গাক। মোবাইলঃ ০১৭২১-৯০৩৭৫৮ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাঃ ০১৭৩৫-০১৯৬৭৭