রাজবাড়ীতে এসিআই এনিমেল জেনেটিক্স-এর প্রোজেনী শো

এগ্রিলাইফ২৪ ডটকম: শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাজবাড়ীর বানিবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত হল প্রোজেনী শো এবং বার্ষিক এলএ কনফারেন্স -২০২৪। এসিআই এনিমেল জেনেটিক্স আয়োজিত এ প্রোজেনী শো-তে ৩০০ জন খামারি এবং ২০ টি ফ্রিজিয়ান এবং ১০ টি শাহিওয়াল বাছুর প্রদর্শন করা হয়। এছাড়াও ডেয়রি খামার সংক্রান্ত নানা বিষয় নিয়ে খামারিদের সাথে আলোচনায় অংশগ্রহন করেন বিশেষজ্ঞবৃন্দরা।

মেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ডা:কামাল বাশার, উপ-পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, রাজবাড়ি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন  ডা.খায়ের উদ্দিন আহমেদ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,রাজবাড়ি, ডা: অরবিন্দ কুমার সাহা, চিফ এডভাইজার, এসিআই এনিমেল জেনেটিক্স, ডা:হীরেশ রঞ্জন ভৌমিক, চিফ এডভাইজার এসিআই এনিমেল হেলথ ও এসি আই এনিমেল জেনেটিক্স বকেং জনাব মোজাফফর উদ্দীন আহমেদ, বিজনেস ডাইরেক্টর,এসিআই এনিমেল জেনেটিক্স।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা:মনিরুজ্জামান, এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার, এসিআই এনিমেল জেনেটিক্স। প্রোজেনী শো-তে ৫০জন এআই কর্মী উপস্থিত ছিলেন।