নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়নের লক্ষে কক্সবাজারে সমন্বয় সভা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: Rural Microenterprise Transformation Project (RMTP)-এর অধীন নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়নের লক্ষে আজ বৃহস্পতিবার কক্সবাজার প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এক ত্রৈমাসিক সমন্বয় সভার আয়োজন করে কোস্ট ফাউন্ডেশন। এতে কক্সবাজার সদর ও রামু উপজেলার পোল্ট্রি এসোসিয়েশন ও ডিএলএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দরা অংশগ্রহন করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা: মো সাহাবুদ্দিন।

সভায় এসোসিয়েশনের সদস্যেদের কাছ থেকে পোল্ট্রি মুরগীর দাম কেন দিনদিন বৃদ্ধি পাচ্ছে তার কারণ জানতে চান ডা: মো সাহাবুদ্দিন। তিনি পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দেন যারা বাজার মনিটরিং করে দৈনিক ডিমের মূল্য নির্ধারণ করবেন। পোল্ট্রি শিল্পের বাজার উন্নয়নে কোস্ট ফাউন্ডেশনের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন প্রকল্প ম্যানেজার জনাব সরোয়ার হোসাইন।

এই শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা আলোচনায় উঠে আসে। সভায় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সদর ও রামু উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাগন ও কক্সবাজার জেলা কৃষি বিপণন কর্মকর্তা।

উল্লেখ্য, কোস্ট ফাউন্ডেশন প্রতি তিনমাস পর পর এমন সভার আয়োজন করে থাকে