বগুড়ায় "A modern trends of layer and breeder vaccination"-শীর্ষক কারিগরী কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিলাইফ প্রতিনিধি: দেশের পোল্ট্রি শিল্পে বাণিজ্যিক লেয়ার খামারি ও হ্যাচারি উদ্যোক্তাদের মাঝে পোল্ট্রি ভ্যাকসিনের আধুনিক কলা কৌশল সম্পর্কে সচেতন করতে আজ সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় বগুড়ায় অনুষ্ঠিত হলো "A modern trends of layer and breeder vaccination"-শীর্ষক কারিগরী কর্মশালা।

দেশের পোল্ট্রি শিল্পে আধুনিক ভ্যাকসিন বাজারকারী প্রতিষ্ঠান এসিআই এনিমেল হেলথ্-এর আয়োজনে বগুড়ার বারবিকিউ রেষ্টুরেন্টে এ কর্মশালায় বানিজ্যিক লেয়ার খামারী ও হ্যাচারী উদ্যোক্তা মিলে প্রায় ৪০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এতে মূল কারিগরী পেপার উপস্থাপন করেন এসিআই এনিমেল হেলথ্-এর বিজনেস ডিরেক্টর (ভ্যাকসিন) ডা. মোঃ মইনুল ইসলাম।

কর্মশালায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ডিজিএম মো: রফিক আহমেদ, মো: জাহাঙ্গীর আলম (SM Bogra) সহ কোম্পানীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।