যশোরের মনিরামপুরে বিটি বেগুনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: যশোরের মনিরামপুরে "Feed the future insect resistant eggplant partnership"-শীর্ষক প্রকল্পের আওতায় বিটি বেগুনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ ফেব্রুয়ারী) আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র যশোরে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটি বেগুন প্রকল্প এর ইউএসএআইডি এর টিম লিডার ড.শেখ মো. শিবলী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. জাহাঙ্গির হোসেন, সাবেক পরিচালক, বারি ও বৈজ্ঞানিক বিষয়ক প্রধান, বিটি বেগুন প্রকল্প, ড. ভিজয় পারাঞ্জি (Vijay Paranjee), সহযোগী পরিচালক, বিটি বেগুন প্রকল্প। এর আগে টিম অত্র কেন্দ্রের বিজ্ঞানী এবং অন্যান্যদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় শেষে বিটি বেগুন এর বীজ উৎপাদন মাঠ পরিদর্শন করেন। উল্লেখ্য যে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত ৪টি বিটি বেগুনের জাত (বারি বিটি বেগুন-১, বারি বিটি বেগুন-২, বারি বিটি বেগুন-৩, বারি বিটি বেগুন-৪) অবমুক্ত করেছে এবং যশোর অঞ্চলের জন্য বারি বিটি বেগুন-৪ খুবই উপযোগী।