গোপালগঞ্জে এসিআই এনিমেল জেনেটিক্স-এর প্রোজেনী শো

এগ্রিলাইফ২৪ ডটকম: শনিবার (১৭ ফেব্রুয়ারী) গোপালগঞ্জ-এর বাটিকামারি সরকারি কলেজ মাঠে আয়োজিত হল প্রোজেনী শো এবং বার্ষিক এলএ কনফারেন্স -২০২৪। এসিআই এনিমেল জেনেটিক্স আয়োজিত এ প্রোজেনী শো-তে ৪০০ জন খামারি এবং ৩০ টি ফ্রিজিয়ান ও ২০ টি শাহিওয়াল বাছুর প্রদর্শন করা হয়। এছাড়াও ডেয়রি খামার সংক্রান্ত নানা বিষয় নিয়ে খামারিদের সাথে আলোচনায় অংশগ্রহন করেন বিশেষজ্ঞবৃন্দরা।

মেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ডাঃ গোবিন্দ চন্দ্র সরদার,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,গোপালগঞ্জ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ডাঃ মোঃ মিরাজ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চিফ এ্যাডভাইজার ডা. অরবিন্দ কুমারা সাহা, এসিআই এ্যানিমাল হেলথ চিফ এ্যাডভাইজার ডা. হীরেশ রঞ্জন ভৌমিক।

আরো উপস্থিত ছিলেন বাটিকামারী ইউপি চেয়ারম্যান জনাব এবাদত মাতুব্বর ইবাদত, জনাব,এডভোকেট শাহ নাজিম উদ্দিন (তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুকসুুদপুর উপজেলা আওয়ামী লীগ) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরজু ভুইয়া, জনাব,আব্দুল মান্নান(মুন্নু) (সাধারণ সম্পাদক বাটিকামারী বাজার বণিক সমিতি) নেত্রীবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোজাফফর উদ্দীন আহমেদ, বিজনেস ডাইরেক্টর, এসিআই এনিমেল জেনেটিক্স। প্রোজেনী শো-তে ৪০জন এআই কর্মী উপস্থিত ছিলেন।