সিরাজগঞ্জ সদরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে রোপা আমন প্রদর্শর্নীর মাঠ দিবস

কে এস রহমান শফি, সিরাজগঞ্জ থেকে: আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন,সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের (১ম পর্যায়) আওতায় রোপা আমন প্রদর্শর্নীর মাঠ দিবস অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সনানন্দপুর গ্রামে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সদর উপজেলা এই অনুষ্ঠানের আয়োজন করে।

২০২৩-২৪ অর্থ বছরে ব্রি-৮৭ জাতের মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর অতিরিক্ত পরিচালক ( মনিটরিং ও বাস্তবায়ন) মো. আনোয়ার হোসেন খান, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার এ কে এম মফিদুল ইসলাম ও অতিরিক্ত উপ পরিচালক (শষ্য) মো. মশকর আলী। সভাপতিত্ব করেন উপ পরিচালক বাবলু কুমার সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো.আনোয়ার সাদাত।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মিশু আক্তার, উপ সহকারী কৃষি অফিসার উজ্জল কুমার রাজবংশী ও এস এম মেহেদী হাসান ও কৃষক আমিন হোসেন খান।