বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’তে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণ সভা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২ টায় আরডিএ'র মহাপরিচালকের অফিস কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের অভিযোগ প্রতিকার বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনায় পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ খুরশীদ ইকবাল রেজভী'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্মপরিচালক ও জিআরএস এর ফোকাল পারসন খালিদ আওরংগজেব,উপপরিচালক (কর্মসূচী) একেএম ফজলুল করিম,একাডেমীতে চলমান প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী ডাঃ মোঃ মিলন বাদশা,ডাঃ সায়মা আক্তার,গাড়িদহ ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

আলোচনা সভায় স্টেকহোল্ডারদের পক্ষে বক্তব্য রাখেন গাড়ীদহ ইউপি চেয়ারম্যান তবিবুর রহমান,প্রশিক্ষণার্থী ডাঃ মিলন বাবু,আরডিএ'র উপকারভোগী মানিক মিয়া,মকবুল হোসেন প্রমুখ।