পাবনার ফরিদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর শুভ উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম: পাবনার ফরিদপুর উপজেলায় খরিপ-২/২০২৩-২৪ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচী এর আওতায় উফশী জাতের রোপা আমন এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সম্প্রতি উপজেলা মিলনায়তনের সামনে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন গোলাপ ৭০০ জন প্রান্তিক চাষিকে প্রণোদনা (বীজ ও সার) দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শিরিন সুলতানার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান।

এ কর্মসূচির আওতায় উফশী রোপা আমন চাষের ক্ষেত্রে ৭০০ জন কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি বিনামূল্যে প্রদান করা হয়।

প্রধান অতিথি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে। কোন জমি যাতে পতিত না থাকে সে ব্যাপারে সরকার সতর্ক দৃষ্টি রাখছে। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কৃষি প্রণোদনার ব্যবস্থা করায় কৃষকরা উপকৃত হচ্ছে। সেই সাথে নতুন নতুন ফসল উৎপাদনে কৃষকরা উৎসাহিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।