জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ উপলক্ষ্যে বঙ্গভবনের পদ্মপুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন মহামান্য রাষ্ট্রপতি

এগ্রিলাইফ২৪ ডটকম: জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বঙ্গভবনের পদ্মপুকুরে আজ মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এছাড়া রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ও সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির এ উপলক্ষ্যে দোয়া-মোনাজাত পরিচালনা করেন।