ইসলামিক ডেস্ক: এপ্রিলের ১ম সপ্তাহ থেকেই রাজধানী ঢাকা সহ অনেক জেলায় এক টানা গরমে অতীষ্ঠ হয়ে চলেছে জনজীবন। গতকাল বৃহস্পতিবার (২ মে) রাজধানী সহ সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা সহ কিছু এলাকায় হালকা একটু বৃষ্টি মানুষের কষ্ট লাঘব করেছে।। তবে আজ শুক্রবার থেকে আবারও সেই গরম সারা দেশে।
আমরা মহান রাব্বুল আলামিনের অপার নিয়ামত ও রহমতের উপরই বেঁচে আছি। বৃষ্টিও ঠিক আল্লাহ তায়ালার অন্যতম নিয়ামত। আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণের সাথে আল্লাহ অনেক প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। এ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের রিজিক উৎপন্ন বা বন্টন হয়ে থাকে। মূলত আল্লাহর হুকুম ব্যতীত এই বৃষ্টি বর্ষিত হয় না।
‘তিনিই আল্লাহ, যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে অতঃপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন এবং নৌকাকে তোমাদের আজ্ঞাবহ করেছেন, যাতে তাঁর আদেশে সমুদ্রে চলাফেরা করে এবং নদ-নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন।’ (সূরা ইবরাহিম, আয়াত-৩২)
আসুন আমরা আমাদের রবের নির্দেশনাগুলি মেনে চলি। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের তার রহমতের সুশীতল ছাঁয়া থেকে বঞ্চিত করবেন না।-আমিন