আগামী ২ বছরের জন্য শেরপুর ভেটস্ ক্লাবের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা

এগ্রিলাইফ২৪ ডটকম: আগামী ২ বছরের জন্য শেরপুর ভেটস্ ক্লাবের কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ডা. মো. আবুল বাশার এবং সাধারণ সম্পাদক পদে ডা. মোহাম্মদ সরোয়ার জাহান নির্বাচিত হয়েছেন। গত ৮ এপ্রিল ২০২৪ শেরপুর ভেটস ক্লাবের এজিএম, দোয়া ও ইফতার মাহফিল শেষে উপস্থিত প্রায় ১৫০ জনের অধিক সদস্যদের সর্ব সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ডা. মো. আব্দুল মান্নান।

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডা. মো. আব্দুল মান্নান (সাবেক পিএসও, এলআরআই) অন্য জন ডা. মো. আব্দুল মোত্তালিব, ভেটেরিনারি অফিসার, কেন্দ্রীয় দুগ্ধ ও গো প্রজনন খামার, সাভার।

শেরপুর ভেটস ক্লাব গঠিত হয় ২০১৮ সালে। এরপর থেকে গঠনতন্ত্র অনুযায়ী কমিটি পরিবর্তিত হয়ে আসছে। নবগঠিত কার্যনির্বাহী কমিটির পোর্টফলিওতে যারা আছেন তারা প্রায় সকলেই পূর্বের কমিটিতে স্ব স্ন পদে দায়িত্ব পালন করেছেন। কেবল মাত্র কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র প্রতিনিধির পরিবর্তন হয়েছে কারন যাদের পরিবর্তন করা হয়েছে তারা সকলেই এখন ভেটেরিনারিয়ান হয়ে গেছেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ মেয়াদের জন্য যারা নির্বাচিত হয়েছেন -

১। ডা. মো. আবুল বাশার - সভাপতি
২। ডা. মো. সানোয়ার হোসেন - সিনিয়র সহ সভাপতি
৩। ডা. বিপ্লব চন্দ্র অধিকারী - সহ সভাপতি ১
৪। ডা. এস.এম. হাসান আল ফারুক - সহ সভাপতি ২
৫। ডা. মোহাম্মদ সরোয়ার জাহান - সাধারণ সম্পাদক
৬। ডা. মো. রাশেদুজ্জামান মিয়া রুবেল - যুগ্ম সাধারণ সম্পাদক ১
৭। ডা. মো. রাজিবুল আলম - যুগ্ম সাধারণ সম্পাদক ২
৮। ডা. মো. কামরুল হাসান - যুগ্ম সাধারণ সম্পাদক ৩
৯। ডা. মো. আব্দুস সাত্তার - কোষাধ্যক্ষ
১০। ডা. মো. জাহাঙ্গীর আলম - সাংগঠনিক সম্পাদক
১১। ডা. তানভীর আহমেদ তালুকদার - দপ্তর সম্পাদক
১২। ডা. আব্দুল আলীম - প্রচার ও প্রকাশনা সম্পাদক
১৩। ডা. মো. নজরুল ইসলাম - সমাজ কল্যাণ সম্পাদক
১৪। ডা. মো. সুজন মিয়া - তথ্য, গবেষণা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
১৫। ডা. মো. আল-ইমরান - ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক
১৬। ডা. ওয়ালিফা জাহান কনা - নারী বিষয়ক সম্পাদক
কার্যনির্বাহী সদস্য যারা হলেন- প্রতিটি ক্যাম্পাস থেকে একজন ছাত্র প্রতিনিধি নির্বাচন করা হয়েছে
১৭। মো. আশরাফুল ইসলাম - পবিপ্রবি
১৮। মো. সাইফুল ইসলাম পলাশ - বাকৃবি
১৯। আবু সাঈদ সজীব - সিকৃবি
২০। নুর আলম - যবিপ্রবি
২১। মো. জিয়াদুন নাঈম শিহাব- গন বিশ্ববিদ্যালয়
২২। মো. তৌহিদুল ইসলাম শিবলু - রাজশাহী বিশ্ববিদ্যালয়
২৩। আহাম্মদ আলী সোহান - মাভাবিপ্রবি
২৪। জুয়েল আহমেদ - শেকৃবি
২৫। মো. সাদিকুল ইসলাম - বশেমুরকৃবি
২৬। সালমান ফারসি সাগর - সিভাসু
২৭। শবনম মোস্তারী - বশেমুরবিপ্রবি
২৮। মাহিবুর রহমান - হাবিপ্রবি
২৯। ডা. মো. রেজওয়ানুল হক ভূইয়া শাহজাদা - সাবেক সভাপতি (এক্স অফিসিও)
৩০। ডা. মো. আব্দুল মান্নান - সাবেক সাধারণ সম্পাদক (এক্স অফিসিও)

এই কার্যনির্বাহী কমিটি আগামী ২ বছরের জন্য শেরপুর ভেটস ক্লাবের দায়িত্ব পালন করবেন। কমিটির মেয়াদ ২ বছর এবং একই পদে কেউ পরপর ২ মেয়াদের বেশী দায়িত্ব পালন করতে পারবেন না।

উল্লেখ্য শেরপুর ভেটস ক্লাব ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই জন্মসূত্রে শেরপুরের সকল ভেটেরিনারিয়ান ও শিক্ষার্থীদের নিয়ে একটি সু সংগঠিত প্ল্যাটফর্ম যেখানে সকলেই এক ছাতার নিচে সম্মিলিত ভাবে ভেটেরিনারি পেশার উন্নয়নে কাজ করে যাচ্ছে।