সলিডারিডাড এর ত্রৈমাসিক পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম:রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের আর্থিক সহায়তায় চলমান সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সলিডারিডাড নেট এশিয়া ও সহযোগী বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার ও ওয়াটার ক্লাস্টার অফিসারদের অংশগ্রহণে ত্রৈমাসিক পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার, ১৫ মে নগরীর একটি আবাসিক হোটেলের সভাকক্ষে পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডারিডাড নেট এশিয়ার হেড অফ ফাইনান্স এস এম আব্দুর রউফ। এস এম আব্দুর রউফ বলেন, প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সকলকে সলিডারিডাডকে ধারণ করতে হবে। তিনি সকল পর্যায়ের কর্মীদের নিজের দায়িত্ব ও কর্তব্যকে বুঝে নিয়ে যথাসময়ে বাস্তবায়নের জন্য অনুরোধ করেন।

সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ ইন্দু ভুষন রায় প্রকল্পের আওতায় মাইক্রো ওয়াটারশেড পুনঃখনন, জলবায়ূ সহিষ্ণু কৃষি ও পানি সাশ্রয়ী প্রযুক্তিসমুহ উপকারভোগী কৃষকদের মাঠে বাস্তবায়নের জন্য আহবান জানান। কৃষিবিদ ইন্দু ভুষন মাঠ পর্যায়ের ওয়াটার ক্লাস্টার অফিসার ও ওয়াটার ক্লাস্টার ফ্যাসিলিটেটরদের সেশন পরিচালনায় দক্ষতা অর্জনের জন্য নিজেকে তৈরি করার আহবান জানান।

অন্যান্যের মধ্যে খুলনা ও যশোরের প্রোগ্রাম ম্যানেজার যথাক্রমে কৃষিবিদ মোস্তফা নূরুল ইসলাম ও কৃষিবিদ ড. নাজমুন্নাহার, সহযোগী বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণ এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ ইকবাল হোসেন ও জাগরণী চক্র ফাউন্ডেশন যশোরের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ রুবেল আলী, সলিডারিডাড এর সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, মনিটরিং ও ইভাল্যুয়েশন অফিসার তাসমিয়া ফারহানা ও ফাইনান্স অফিসার মারুফ হোসেন উপস্থিত ছিলেন।

উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের পক্ষে প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে আলোচনা করেন যথাক্রমে কৃষিবিদ ইকবাল হোসেন ও কৃষিবিদ রুবেল আলী। খুলনা ও যশোর অঞ্চলের কার্যক্রম উপস্থাপনের পর সলিডারিডাডের প্রজেক্ট অফিসার, উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশন এর ওয়াটার ক্লাস্টার অফিসারগন চিহ্নিত সমস্যাবলী সমাধানের উপায় প্রস্তাব করেন।

খাল পুনঃখনন পরবর্তী সুবিধাদি ইতিমধ্যে মাইক্রো ওয়াটারশেড এলাকার কৃষকরা পেতে শুরু করেছেন বলে সকল অংশগ্রহণকারী একমত হন। উল্লেখ্য, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও নড়াইলের নির্ধারিত ১৩টি উপজেলায় সফল ফর সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইতিমধ্যে ২০২৩ ও ২০২৪ সালে মোট ৪৬ টি খাল পুনঃখনন সম্পন্ন হয়েছে।