শাজাহানপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ ২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ ধান, পাট, পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার (৭ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান,চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান সহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ মৌসুমে উপজেলার ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

এছাড়াও পাটের উৎপাদন বৃদ্ধিতে ১০০ জন ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের প্রত্যেকে ১ কেজি বীজ, ২০ ডিএপি সার ও ২০ এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।