দিনাজপুরে কাবেরী-৫৪ ভুট্টার মেগা মাঠ দিবস অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম: দিনাজপুরের ফুলবাড়িতে সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড এর অধিক ফলনশীল কাবেরী-৫৪ জাতের ভুট্টার মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার আমডুঙ্গী গ্রামের মো: মামুন মিয়ার মাঠে মো. মাহবুব আলম ধলুর সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড এর আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মো. মশিউর রহমান রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন সহকারী গবেষক কৃষিবিদ মো. নাঈমুল ইসলাম এবং কোম্পানীর ডিলার মো. হাসান আলী, সঞ্চালনায় ছিলেন সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড এর টেরিটরি ম্যানেজার মো লুৎফর রহমান। এ মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

রোগ ও পোকার আক্রমন অন্য জাতের চেয়ে তুলনামূলক কম হওয়ায় রবি মৌসুমে কাবেরী-৫৪ জাতের ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে। কৃষক মো. মামুন মিয়া এ বছর ১৩ একর জমিতে সুপ্রীম সীড কোম্পানী লিমিটেড এর কাবেরী-৫৪ জাতের ভুট্টার চাষাবাদ করেন। তিনি বলেন, ‘‘কাবেরী-৫৪ জাতের ভূট্টার গাছ মাঝারী উচ্চতার, দানা আকর্ষনীয় কমলা রংয়ের, মোচা গোড়া থেকে মাথা অবদি দানায় দানায় পরিপূর্ণ। এ বছর একর প্রতি প্রায় ১৬৫-১৭০ মণের অধিক ফলন পেয়েছি’’।

কোম্পানীর আঞ্চলিক ব্যবস্থাপক কৃষিবিদ মো. মশিউর রহমান রিয়াজ বলেন, ‘‘কাবেরী-৫৪ জাতের ভুট্টার রেকিস চিকন এবং শেলিং % বেশী, দানায় ময়েশ্চার কম এবং দানার ওজন বেশী হওয়ায় কৃষকেরা অধিক ফলন পেয়ে থাকেন তাই কাবেরী-৫৪ রবি মৌসুম এর জন্য সর্বাধিক ফলনশীল জাত’’।