জয়পুরহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে জাকস ফাউন্ডেশনের প্রথম স্থান লাভ

এগ্রিলাইফ২৪ ডটকম: জয়পুরহাটে এলডিডিপি প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, জয়পুরহাট সদর কর্তৃক আয়োজিত "প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪" এ অংশগ্রহন করে জাকস ফাউন্ডেশনের আরএমটিপি ( পোল্ট্রি) মিট প্রসেসিং প্লান্টের ব্যান্ড গ্রিন হারভেস্ট যা প্রযুক্তিগত ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করে। জয়পুরহাটে জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আর‌এমটিপি প্রকল্পধীন "নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পন্যের বাজার উন্নয়ন" শীর্ষক ভ্যালু চেইন এই উপ-প্রকল্প এর আওতায় বিভিন্ন ধরনের কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।


বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব শামসুল আলম দুদু এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার অতিরিক্ত কমিশনার (ভূমি)। আরো উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা-জয়পুরহাট, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ গ্রিন হারভেস্টের পক্ষে পুরস্কার গ্রহণ করেন মোঃ শহিদুল ইসলাম ( ব্যবস্থাপক)


অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো প্রাণিসম্পদ অধিদপ্তর এর এলডিডিপি প্রকল্প।