শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শাজাহানপুরে ম্যাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি এসইও এক্সপেট বাংলাদেশ লিমিটেড আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 'ফ্রিল্যান্সারদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মে) রাত ৮টায় কোম্পানির নিজস্ব হল অডিটোরিয়ামে উপজেলার নির্বাহী অফিসার মুহ্সিয়া তাবাসসুম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালক (গ্রড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালক (দারিদ্র: বিমোচন ও ঋণ) এ.কে এম মফিজুল ইসলাম,বগুড়ার যুব উন্নয়ন উপপরিচালক মো: তোছা্দ্দেক হোসেন , শাজাহানপুর থানা অফির্সাস ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বকুল।
এসময় উপস্থিত ছিলেন পরিচালক রাজিয়া সুলতানা, উপদেষ্টা : মোঃ রিয়াজ উদ্দিন,প্রধান নির্বাহী কর্মকর্তাঃ শাকিল আহম্মেদ,প্রধান আর্থিক কর্মকর্তাঃ মোঃ আবদুর রাজ্জাক,হেড অব অপারেশনঃ মোঃ রেজওয়ান (রিফাত),প্রধান কারিগরি কর্মকর্তাঃ মোঃ রাব্বি হোসেন,কাস্টমার রিলেশনশিপ ম্যানেজারঃ সাদিয়া আফরিন,হেড অব কনটেন্ট রাইটিং নিহাল আহমেদ,অডিট হেডঃ মোশারফ হোসেন,হেড ওফ ডেভেলপমেন্ট: মো মিসকাত হাসান,হেড অব এইচ আরঃ অনিকুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান শেষে কোম্পানির ওয়েল ফেয়ার ফান্ড থেকে হতদরিদ্রদের মাঝে নগদ সহয়তা প্রদান করা হয়।