দেশে প্রথমবারের মতো ExPress® Soy meal উৎপাদনে সাড়া ফেলেছে আগাতা ফিড মিলস্ লিমিটেড

এগ্রিলাইফ প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো ExPress® Soy meal উৎপাদনে সাড়া ফেলেছে আগাতা ফিড মিলস্ লিমিটেড। সম্প্রতি INSTA-PRO INTERNATIONAL-এর আয়োজনে কুমিল্লার নিমসার কোরপাইয়ে প্রতিষ্ঠানের ফ্যাক্টরীতে ExPress® Soy meal উৎপাদনের প্লান্টটি পরিদর্শন শেষে এমনটাই জানালেন পরিদর্শনে অংশগ্রহনকারী বিশেষজ্ঞবৃন্দ।

ExPress® Soy meal প্লান্ট পরিদর্শন শেষে INSTA-PRO INTERNATIONAL বিশেষজ্ঞবৃন্দের সাথে ফ্যাক্টরি বোর্ড রুমে এক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন পরিদর্শনে অংশগ্রহনকারী বিশেষজ্ঞবৃন্দ। এসময় তাদের স্বাগত জানান আগাতা ফিড মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমাংশু বিকাশ ভৌমিক, পরিচালক ডা. দেবাংশু বিকাশ ভৌমিক, নির্বাহি পরিচালক জয়দীপ বিভাংশু ভৌমিক। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. হিমাংশু বিকাশ ভৌমিক সিঙ্গাপুর থেকে অনলাইনে যুক্ত হয়ে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরিদর্শনের সময় ফিড মিলের ডিরেক্টর ডা. দেবাংশু বিকাশ ভৌমিক আমাদের জানান, বাংলাদেশে সর্বপ্রথম তারাই ExPress® Soy meal উৎপাদন করছেন। বিগত দুই বৎসরের পর্যালোচনায় তিনি জানান ExPress® Soy meal দিয়ে তারা ফিড উৎপাদন করে ভালো ফলাফল পাচ্ছেন। সাধারণ সয়াবিন মিল দিয়ে তৈরিকৃত খাদ্য আর ExPress® Soy meal দিয়ে তৈরি ফিডের মাঝে বেশ তফাৎ রয়েছে।

ইতিমধ্যে তারা বিদেশ থেকেও রপ্তানির চাহিদা পাচ্ছেন ইন্দোনেশিয়া, নেপাল থেকেও উদ্যোক্তারা এই ExPress® Soy meal আমদানি করার আগ্রহ প্রকাশ করেছেন । উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে তারা আরও দুটি লাইন স্থাপন করেছেন। বর্তমানে কেবল তারা নিজেদের চাহিদা মেটাতে সক্ষম হচ্ছেন। উৎপাদন বাড়াতে পারলে এবং কাঁচামালের সহজলভ্যতা থাকলে (সয়াবিন বীজ) তারা স্থানীয় পর্যায়ে এটি বাজার করবেন বলে জানান ডা. দেবাংশু বিকাশ ভৌমিক। সম্পূর্ণ আমেরিকান প্রযুক্তির মেশিনারিজ দিয়ে উৎপাদিত ExPress® Soy meal দেশের ফিড শিল্পকে দিন দিন সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, দেশের প্রাণিজ প্রোটিন উৎপাদনে সিংহভাগ ব্যয় করতে হয় ফিড উৎপাদনের পিছনে। ভুট্টার পরই ফিড-এর অন্যতম প্রধান উপাদান হচ্ছে সয়াবিন মিল। খাদ্যের গুনাগুন স্থিতিশীল রাখতে খাদ্য উপকরণের প্রত্যেকটি পণ্যের কাঁচামালের গুণাগুণগুলো স্থিতিশীল রাখা প্রয়োজন। ExPress® Soy meal প্রচলিত সয়াবিন মিলের চেয়েও এর পুষ্টি গুনাগুন অক্ষুন্ন রাখতে অন্যতম ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বাড়তি হিসেবে পাওয়া যাচ্ছে তেল যা ফিড উৎপাদনের ব্যয়কে কমিয়ে আনতে সহায়তা করছে।

INSTA-PRO INTERNATIONAL থেকে আগত অফিসারবৃন্দের মধ্যে Gregory Komnik (Regional Director Eurasia), Dr. Janeth Colina, Applied Nutritionist, Mayette Ramos, Sales Manager, Christian Matienzo, Thae Ei Phyu পরিদর্শনে অংশগ্রহনকারী বিশেষজ্ঞবৃন্দের সাথে অভিজ্ঞতা শেয়ার করেন।

তারা বলেন, মানসম্মত ফিড উৎপাদনের জন্য প্রয়োজন উন্নতমানের কাঁচামাল বিশেষ করে- সয়াবিন, সয়াবিন মিল ও ভুট্টা। ভাল মানের ফিডের উৎপাদন নিশ্চিত করতে ফিড উৎপাদনের অন্যতম কাঁচামাল সয়াবিন মিল একটি অপরিহার্য উপকরণ। প্রোটিন- মানের মাপকাঠিতে উন্নততর, নির্ভরযোগ্য ও টেকসই সয়াবিন মিল হচ্ছে ExPress® Soy meal;

এর আগে সকাল সাড়ে সাতটায় Mayette Ramos-এর নেতৃত্বে একদল পরিদর্শনকারী ইন্টানকন্টিনেন্টাল ঢাকা থেকে আগাতা ফিড মিলস্ লিমিটেড-এর উদ্দেশ্যে যাত্রা করেন। ExPress® Soy meal প্লান্ট পরিদর্শন শেষে বিকেল ৩:৩০ টায় ইন্টানকন্টিনেন্টাল ঢাকাতে INSTA-PRO INTERNATIONAL আয়োজনে চমৎকার একটি বাস্তবধর্মী কর্মশালায় অংশগ্রহন করেন সকলে। 

পুষ্টিমান অক্ষুন্ন রেখে নিরাপদ ফিড উৎপাদনে বাংলাদেশের উদ্যোক্তারা এখন দিন দিন বেশি আগ্রহী হয়ে উঠছেন। কারণ দেশের ভোক্তারা এখন নিরাপদ খাদ্য গ্রহণে অনেক সচেতন হয়েছেন। কাজেই ExPress® Soy meal দিয়ে উৎপাদিত ফিড লাইভস্টক শিল্পকে টেকসই করার পাশাপাশি শিল্পকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছেন কর্মশালায় আগত বিশেষজ্ঞরা।