এগ্রিলাইফ২৪ ডটকম: ৭ম বর্ষপূর্তি উদযাপন করলো এরেনা এগ্রো। "Quality Over Quantity" এই স্লোগানকে বুকে ধারণ করে ২০১৭ সালের ৩০ এপ্রিল কোম্পানিটি যাত্রা শুরু করে। সকলের সহযোগিতায় মানসম্পন্ন পণ্য দিয়ে খামারীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে আজ তারা এনিমেল সেক্টরে অন্যতম কোম্পানিতে পরিণত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) ময়মনসিংহ-এর রামবাবু রোডে অবস্থিত আভান্তী এরোমা রেষ্টুরেন্টে এরেনা এগ্রো-এর ৭ম বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডাঃ মোঃ নজরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ নুরুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন- ময়মনসিংহ বিভাগ, ডাঃ মুহাম্মদ মফিজুল ইসলাম কনক, পরিচালক (উপসচিব) কর্মচারী কল্যাণ বোর্ড, জনপ্রশামন্ত্রণালয়, ময়মনসিংহ।
উক্ত অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় এবং সভাপতিত্ব করেন ডাঃ খন্দকার মুহাম্মদ মাহমুদ হোসেন, সিইও, এরেনা এগ্রো।
এছাড়াও আদর্শ গ্রুপ, ভিএনএফ এগ্রো লিঃ, স্কাইটেক এগ্রো ফার্মা,আরএন এগ্রোভেট,আরকে এগ্রো ভেটসহ ময়মনসিংহের বরেণ্য ভেটেরিনারিয়ান, কৃষিবিদ, পুষ্টিবিদ, এরেনা এগ্রো কর্মকর্তাবৃন্দ, ব্যাংকার ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এরেনা এগ্রো প্রাণিজ পুষ্টিসেক্টরে ১০০ জন বিক্রয় প্রতিনিধি এবং ৩০০ জন সেলস্ পয়েন্টের মাধ্যমে সারাদেশে গুনগুন মানসম্পন্ন প্রাণিজ ফিড সাপ্লিমেন্ট সরবরাহ করে যাচ্ছে।
আগামী ২ বছরের মধ্যে এগ্রো সেক্টরে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হবে বলে ডাঃ মাহমুদ আশাবাদ ব্যক্ত করেন।