ভ্রাতৃত্ববোধ ইসলামের একটি অনুপম আদর্শ

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম:মানবসমাজের প্রতিটি ক্ষেত্রে ভ্রাতৃত্ববোধএকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হোক পরিবারে সমাজে কিংবা যে কোন জায়গায় হোক ভ্রাতৃত্বের বন্ধন মানবজাতিকে ঐক্যের আসনে প্রতিষ্ঠিত করে। ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধি পায়। মানুষ বিপদে আপদে একে অপরকে সাহায্যে এগিয়ে আসে আর মানবতার ধর্ম ইসলাম সর্বস্তরে ভ্রাতৃত্ববোধ উন্নয়নে গুরুত্ব দিয়েছে।

ধর্ম বর্ণ, ছোট-বড়, আমির-গরিব, রাজা-প্রজা সবার মধ্যেই ভ্রাতৃত্ববোধ বজায় থাকলে সুন্দরভাবে সমাজ পরিচালিত হয়।  সংস্থা বা প্রতিষ্ঠানের মধ্যে ভ্রাতৃত্ববোধ বিদ্যমান থাকলে জনবলের ভেতর সৌহার্দ্য, সম্প্রীতি ও মমত্ববোধ বৃদ্ধি পায়। কুরআন মাজিদে ভ্রাতৃত্ববোধ নিয়ে আল্লাহ বলেন, ‘প্রত্যেক মুসলিম ভাই ভাই’ (সূরা হুজুরাত : ১০)। এ প্রসঙ্গে রাসূল সা: বলেছেন, ‘যে ব্যক্তি কোনো সঙ্কটাপন্ন ব্যক্তির সঙ্কট নিরসন করবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার যাবতীয় সঙ্কট নিরসন করে দেবেন।’

আসুন আমরা সকলে ইসলামের অনুপম নিদর্শন ভ্রাতৃত্ববোধ উন্নয়নে কাজ করি। মিলেমিশে চলার চেষ্টা করি অন্যের বিপদে এগিয়ে আসি। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সে মোতাবেক চলার তাওফিক দিন।-আমিন