শুরু হলো পবিত্র মাহে রমজানের "মাগফিরাতের দশক" বেশি বেশি ইস্তেগফার করুন

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

ইসলামিক ডেস্ক: মাগফিরাত শব্দের অর্থ হলো ক্ষমা। মহান আল্লাহ রাব্বুল আলামীনের অসংখ্য গুণাবলীর মাঝে অন্যতম একটি গুণ হলো তিনি ক্ষমাশীল। আজ থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশক "মাগফিরাতের দশক"। বান্দা যেন তার সারা বছরের কৃত সব গুনাহ থেকে মুক্তি পেতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামীন রমজান মাসের দ্বিতীয় দশককে মাগফিরাত তথা ক্ষমা লাভের দশক হিসেবে ধার্য করেছেন। এ দশকে বেশি বেশি ইস্তেগফার করার কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে।

হাদিসে এসেছে রাসুলুল্লাহ (সা.) নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন ১০০ বার করে ইস্তেগফার করতেন। হাদিসে কুদসিতে এসেছে : আল্লাহ তায়ালা বলেছেন, ‘হে আমার বান্দারা, তোমরা দিনরাত গুনাহ করে থাক। আমি তোমাদের সব গুনাহ ক্ষমা করে দেব। তোমরা ইস্তেগফার করো, আমি তোমাদের ক্ষমা করে দেব।(মুসলিম)

আসুন আমরা প্রত্যেক মুমিন মাগফিরাতের এই দশকে বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করি। সারা জীবনের গোনাহ মাফের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। হে মহান রাব্বুল আলামিন আপনি আমাদের সারা জীবনের গোনাহ মাফ করে দিন। নিশ্চয়ই তিনি পরম করুনাময় ও ক্ষমাশীল।-আমিন