শীতে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার কথা বলে ইসলাম

Category: ইসলাম ও জীবন Written by agrilife24

ইসলামিক ডেস্ক: ধনী-গরীব মিলেই আমাদের এ সমাজ। সমাজে বিপদে-আপদে অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করা ইসলামে অন্যতম ইবাদত। ইসলাম আমাদের সে শিক্ষাই দেয়। সম্পদশালী ব্যক্তি তাঁর সম্পদ থেকে অভাবী মানুষকে সাহায্য করলে তাতে আল্লাহতায়ালা খুশি হন। পবিত্র কোরআন ও হাদিছে এসব কথা অনেকবার বর্ণিত হয়েছে।

দেশের উত্তরের জেলাগুলিতে বেশ জাঁকিয়ে শীত নেমেছে। যদিও এবারের শীতের তীব্রতা এখনও বিগত বছরের ন্যায় অনুভূত হচ্ছে না তথাপি গরীব-দুস্থ মানুষ শীতের এ সময়টাতে বেশ কষ্ট পাচ্ছেন। তাই আরা যদি প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে তাদের কষ্ট লাঘবের জন্য চেষ্টা করি তাহলে হয়তো এই শীতার্ত মানুষ গুলোর কষ্ট কিছুটা কমে আসবে বৈকি।

আসুন আমরা সহায়তা ও সহমর্মিতার হাত প্রসারিত করি। নিশ্চয়ই আল্লাহ সবাইকে সে তাওফিক দান করবেন।-আমিন