মরহুম ড. কাজী এম বদরুদ্দোজা ছিলেন সৎ এবং নিষ্ঠাবান একজন গবেষক

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

রাজধানী প্রতিনিধি: মরহুম ড. কাজী এম বদরুদ্দোজা ছিলেন সৎ এবং নিষ্ঠাবান একজন গবেষক। কৃষি কৃষক এবং কৃষিবিদদের প্রতি তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কৃষি গবেষণা থেকে শুরু করে কৃষি সম্প্রসারণ, কৃষি শিক্ষা সর্বস্তরে তার অবদান কৃষিবিদরা সব সময় স্মরণ করবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উত্তরা কৃষিবিদ এসোসিয়েশন ও বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার (BAAG)-এর যৌথ আয়োজনে বিকেলে সদ্য প্রয়াত স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত দেশবরেণ্য কৃষিবিজ্ঞানী ড. কাজী এম বদরুদ্দোজার স্মরণে এক দোয়া মাহফিলে আগত অতিথিরা তাদের বক্তব্যে এসব কথা বলেন।

উত্তরা মডেল ক্লাবে আয়োজিত স্মরণ সভায় বক্তারা মরহুমের স্মৃতির প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ড. কাজী এম বদরুদ্দোজা বাংলাদেশকে ভালবেসে তিনি এদেশেই থেকে গেছেন এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন সবসময়। তিনি ছিলেন সত্যিকার অর্থে কৃষির একজন সফল যোদ্ধা।

অনুষ্ঠানে জ‍্যেষ্ঠ কৃষিবিদগণসহ সর্বস্তরের কৃষিবিদগণ উপস্থিত ছিলেন।