বাকৃবির নবনিযুক্ত ভিসিকে গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সংবর্ধনা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) গণতান্ত্রিক শিক্ষক ফোরামের আয়োজনে বাকৃবি নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীকে গত ৩০ জুলাই (রবিবার) সন্ধ্যা ০৬টায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. পূর্বা ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্টা মন্ডলের আহবায়ক প্রফেসর ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, বাংলাদেশ ছাত্রলীগ, বাকৃবি শাখার সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান। নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর এর জীবন বৃত্তান্ত পাঠ করেন প্রফেসর ড. তানভীর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য দক্ষ কৃষি গ্রাজুয়েট তৈরি করা। দক্ষ কৃষি গ্রাজুয়েট তৈরিতে ছাত্র-শিক্ষকের জন্য পাঠদানের সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে সততা ও ন্যায়-নীতির সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চাই। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করে জননেত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান দিতে চাই।

মুক্ত আলোচনায় আরোও বক্তব্য রাখেন বাকৃবি সাবেক ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সদস্য প্রফেসর ড. মোঃ আকতার হোসেন চৌধুরী, প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, নীল দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অফিসার পরিষদের সভাপতি জনাব মোঃ খাইরুল আলম নান্নু, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সদস্য সহযোগী প্রফেসর ড. নাহিদ সাত্তার, সহকারী প্রফেসর জনাব মোঃ রফিকুল ইসলাম, লেকচারার জনাব অন্তরা আক্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি জনাব মোশারফ হোসেন, কারিগরি কর্মচারী সমিতির সভাপতি জনাব মোঃ সাইফুল আলম, চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ ফয়েজ উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদীয় ডিন, শিক্ষক-ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।