শেকৃবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

ক্যাম্পাস প্রতিনিধি: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আজ ১৭ এপ্রিল ২০২৩ (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে শেকৃবির স্বাধীনতা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

এরপর সকাল ১০টা ৫০মিনিটে শেকৃবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শহীদুর রশীদ ভূঁইয়া'র নেতৃত্বে প্রশাসনিক ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন অধ্যাপক ড. অলোক কুমার পাল, ড. এম এ ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আলী, গবেষণা পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো: ফরহাদ হোসেন, শেকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ সিনিয়র শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।