৭ দিন সময় বাড়লো বাকৃবির সমাবর্তনের রেজিস্ট্রেশনের

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

আবুল বাশার মিরাজ, বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৮ম সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরো ৭ দিন বাড়ানো হয়েছে। গ্রাজুয়েটরা আগামী বৃহস্পতিবার (২২ ডিসেম্বর ২০২২) পর্যন্ত রেজিস্টেশন করতে পারবেন। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর ২০২২) রাতে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বাকৃবি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি মিলিয়ে ৬ হাজারের অধিক গ্রাজুয়েট সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। সমাবর্তনে অংশ নিতে গ্রাজুয়েটদের অনলাইনে আবেদন করতে হবে । সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটরা https://bau.edu.bd/convocation -এই লিংকে ক্লিক করে আবেদন করতে পারবে।  

সমাবর্তনে স্নাতক পর্যায়ে ২০১৪ সালের জানুয়ারি-জুন সেমিস্টার থেকে ২০২১ সালের জানুয়ারি-জুন সেমিস্টার পর্যন্ত যারা গ্রাজুয়েট হয়েছেন সকলে অংশ নিতে পারবে। এছাড়াও স্নাতকোত্তর পর্যায়ে ২০১৪ সালের জানুয়ারি-জুন সেমিস্টার থেকে ২০২২ সালের এপ্রিল-সেপ্টেম্বর সেমিস্টার পর্যন্ত যারা ডিগ্রি লাভ করেছেন সকলে অংশ নিতে পারবে। এদিকে পি.এইচ.ডি. পর্যায়ে যেসব শিক্ষার্থী ২০১৬ সাল হতে এখন পর্যন্ত  মূল সার্টিফিকেট গ্রহণ করেননি তারা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ২য় বা ৩য় সপ্তাহের যেকোন দিন ৮ম সমাবর্তন আয়োজনের সম্ভাব্য তারিখ বিবেচনায় রেখেছে বাকৃবি কর্তৃপক্ষ।