বাকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন যারা

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

বাকৃবি প্রতিনিধি:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন সিন্ডিকেট গঠিত হয়েছে। শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ সিন্ডিকেটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর সদয় অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ অনুসারে নিম্নোক্ত ব্যক্তিগণকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দুই (২) বছরের জন্য মনোনয়ন প্রদান করা হয়।

১৬ (৪) ধারা অনুযায়ী ডিন পশুপালন অনুষদ ও ডিন অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে মনোনীত করা হয়। এছাড়াও ১৬ (৫) ধারা অনুযায়ী সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়্যারমান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, সাবেক ইউজিসি প্রফেসর ড. এস. এম. বুলবুল এ সিন্ডিকেটে মনোনীত হয়েছেন।