বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণে মানববন্ধন অনুষ্ঠিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার্স পরিষদের উদ্যোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা সংযোজনের দাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত এক মানববন্ধন দেশব্যাপী সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৯শে জুন (রবিবার) ২০২২ সকাল ১১.০০ ঘটিকায় বাকৃবি প্রশাসন ভবনের করিডোরে আয়োজিত উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাকৃবি অফিসার পরিষদ এর সভাপতি কৃষিবিদ খাইরুল আলম নান্নু । মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন বাকৃবি অফিসার পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ আবুল বাসার আমজাদ। মানবনন্ধনে বাকৃবির সর্বস্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ফেডারেশনের ১২ দফা প্রস্তাবনার সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাকৃবি অফিসার পরিষদ এর সাবেক সভাপতি ও সাবেক বাকসু জিএস কৃষিবিদ আরীফ জাহাঙ্গীরসহ  বাকৃবির জেষ্ঠ কর্মকর্তাবৃন্দরা ।

বক্তারা বলেন- পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে কর্মকর্তাদের গ্রেড সমতাকরণ; কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বৎসরে উন্নীতকরণ, সকল দপ্তর প্রধানসহ নন-টিচিং পদে কর্মকর্তাদের স্থায়ী নিয়োগ বাধ্যতামূলক করা; কর্মকর্তা স্বার্থ সংশ্লিষ্ট কমিটিতে কর্মকর্তা সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করা; উচ্চ শিক্ষাছুটি ও লিয়েনের বিষয় স্পষ্ট করণ; জ্যেষ্ঠতার ভিত্তিতে মোট ২য় গ্রেডধারী কর্মকর্তার ২৫% কর্মকর্তাকে ১ম গ্রেড প্রদান; কর্মরত কর্মকর্তাগণ বর্তমানে যে পদে কর্মরত আছেন ঐ পদের পরবর্তী পদে নিয়োগ এবং পদোন্নয়নের ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে প্রচলিত নিয়ম অনুসরণ; দপ্তর প্রধানদের প্রাধিকার অনুযায়ী সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।