বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘‘শেখ রাসেল দিবস ২০২১’’ পালিত

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

দীন মোহাম্মদ দীনু:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে ১৮ অক্টোবর ২০২১ সোমবার সকাল ০৯:১৫ টায় শেখ রাসেল প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করেন।

শেখ রাসেলের ৫৮ জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটি নানা কর্মসূচী পালন করেছে। পুস্পস্তবক অর্পন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. এ. কে. এম. জাকির হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সুবাস চন্দ্র দাস, রেজিস্ট্রার কৃষিবিদ ছাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মুহাম্মদ মহির উদ্দীন, বাউরেস পরিচালক প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান,অফিসার পরিষদ সভাপতি কৃষিবিদ খাইরুল আলম নান্নু প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, অফিসার পরিষদ, লেকচারার এসিস্ট্যান্ট প্রফেসর ফোরাম এবং বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।