আরএফইউ কর্তৃক ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

এগ্রিলাইফ২৪ ডটকম ডেস্ক:বিগত ১৫ জানুয়ারি ২০২১ তারিখে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়সমূহের রেজিস্ট্রারগণের সমন্বয়ে ‘রেজিস্ট্রার ফোরাম অব ইউনিভার্সিটিজ (আরএফইউ)’ বা Registrar Forum of Universities (RFU) গঠন হওয়ার পর গতকাল ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সকাল ১১.০০ ঘটিকায় সংগঠনটির ব্যানারে ঢাকাস্থ ধানমন্ডির ৩২ নম্বরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের শ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তাঁর স্মৃতির প্রতি বিনম্র ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এসময় আরএফইউ এর আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জি. ড. মোহা. তৌহিদুল ইসলাম এবং সদস্য-সচিব ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. শফিকুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ডা. মো. আসাদুল ইসলাম, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএস মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোস্তাফা কামাল, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হামিদুর রহমানসহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রারবৃন্দ উস্থিত ছিলেন
     
পুষ্পস্তবক অর্পন শেষে সদস্য-সচিব ও আহবায়কগণ তাঁদের বক্তব্যে এমন একটি মহতি উদ্যোগের সাথে সবাই শরিক হয়েছেন বলে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া দেশের উচ্চশিক্ষা বিস্তারে বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে তাঁর কন্যা শেখ হাসিনার গৃহীত সকল পদক্ষেপ কার্যক্রমে আরএফইউ-এর সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।