বাউরেস কর্তৃক গবেষণা অনুদানপ্রাপ্তদের তালিকা প্রকাশ

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

বাকৃবি প্রতিনিধি:আজ রবিবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে  বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) গবেষণা অনুদান প্রাপ্তদের মাঝে অ্যাওয়ার্ড পত্র  প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান।  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান।

অধ্যাপক ডাঃ মোঃ আবু হাদি নূর আলী খান, পরিচালক, বাউরস-এর সভাপতিত্বে এবং  সহযোগী পরিচালক, বাউরেস  ড. মুহাম্মদ মাহফুজুল হক গবেষণা এর সঞ্চালনায় বিভিন্ন প্রকল্পের পিআইগণসহ আমন্ত্রিত অতিথিগণ সভায় যোগ দেন।

এবছর ১৩৩ জন শিক্ষকের গবেষণা প্রকল্পকে   বাউরেস অনুদান দিয়েছে । এছাড়া বাকৃবি ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান সম্প্রতি স্ট্যান্ডার্ড চ্যাটার্ড- চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ায়  বাউরেস এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।