প্রফেসর ড. আতফুল হাই শিবলী’র মৃত্যুতে ইবিএইউবি’র উপাচার্যের শোক

Category: কৃষিবিদ ও ক্যাম্পাস Written by agrilife24

ক্যাম্পাস ডেস্ক:বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী গত ২৯ ডিসেম্বর ২০২০ আনুমানিক রাত ৮.২০ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান গভীরভাবে শোকাহত।

প্রফেসর শিবলী তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডীন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য থাকাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ করে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন।

ইবিএইউবি-এরউপাচার্য তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।