রেডি স্টক থেকে সম্পূর্ণ অটোমেটিক কন্ট্রোল হাউজ তৈরী করে দিচ্ছে Energy Technology

Category: বিজনেস ও ইন্ডাস্ট্রি Written by agrilife24

রাজধানী প্রতিনিধি: বাংলাদেশে সর্বপ্রথম রেডি স্টক থেকে অতি দক্ষতার সাথে সম্পূর্ণ অটোমেটিক কন্ট্রোল হাউজ তৈরী ও রিপেয়ার করে থাকে Energy Technology. পোল্ট্রি কন্ট্রোল হাউজের সকল সেবাই রয়েছে তাদের কাছে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত পোলট্রি শো তথা প্রদর্শনীতে অংশ নিয়েছেন তারা। আর এতে পোল্ট্রি কন্ট্রোল হাউজের অত্যাধুনিক সকল সেবা মিলছে Energy Technology এর স্টলে।

জানতে চাইলে Energy Technology চেয়্যারমান আফরোজা ইয়াসমিন এগ্রিলাইফকে বলেন, আমরা রেডি ষ্টক থেকে কাজ করি। রেডি ষ্টক থেকে কাজ করার পর দ্রুত শেড হস্তান্তর করা হয়। আমরা যে কোন ধরনের ওপেন শেডকে কন্ট্রোল হাউজ করতে পারি। কারণ আমরা বিশ্ববিখ্যাত কন্ট্রোলার ব্যবহার করি, আমরা Steel Structures পোল্ট্রি কন্ট্রোল হাউজও তৈরী করে থাকি।