Jefo-এর Belfeed ও Gut Harmony বাংলাদেশে বাজারজাত করবে প্লানেট ফার্মা

Category: বিজনেস ও ইন্ডাস্ট্রি Written by agrilife24

বিজনেস প্রতিনিধি:বিশ্বখ্যাত কানাডিয়ান এনিম্যাল নিউট্রিশনাল পণ্য উৎপাদনকারী কোম্পানী Jefo Inc.-এর উৎপাদিত পণ্য Belfeed (Bacterial Xylanase) এবং Gut Harmony (একটি নতুন ধারার পণ্য) বাংলাদেশে বাজারজাত করবে প্লানেট ফার্মা লি:।  সম্প্রতি এ লক্ষে Jefo  Inc. এর সাথে বাংলাদেশের খ্যাতনামা এনিম্যাল হেলথ্ কোম্পানী প্লানেট ফার্মা লি:-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

মালদ্বীপের কানদুমা আইল্যান্ডে গত ২৪ মে Jefo এর চারদিন ব্যাপী (২৪মে-২৭ মে) দক্ষিণ এশিয়ার বিজনেস পার্টনার মিটিং-এ বিভিন্ন অনুষ্ঠানের মাঝে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী Belfeed (Bacterial Xylanase) এবং Gut Harmony (একটি নতুন ধারার পণ্য) প্লানেট ফার্মা লি: বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসেবে বাজারজাত করবে।

অনুষ্ঠানে Jefo Inc.-এর পক্ষে. Mr. Jean Fontaine, President & Founder এবং প্লানেট ফার্মা প্লানেট ফার্মা লি:-এর পক্ষে ডিরেক্টর জনাব শাহ ফাহাদ হাবীব নিজ নিজ কোম্পানীর পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন ৷ এসময় Jefo Inc.-এর Mr. Wayne Bradshaw, Managing Director, Mr. Abdallah Zankar, Vice President of Sales & Kabir Chowdhury, Sales Director এবং প্লানেট ফার্মার সিনিয়র এক্সিকিউটিভ (কর্মাশিয়াল ও মানবসম্পদ) মোহাম্মদ রিয়াজ গৌরী, সেলস্ এন্ড মার্কেটিং ম্যানেজার ডাঃ মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য Jefo Inc.-এর পণ্যসমূহ ইতিমধ্যেই সংশ্লিষ্ট খামারী ও উদ্যোক্তাদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। উল্লেখিত পণ্য দুটি প্লানেট ফার্মার মাধ্যমে দেশের খামারীদের আরো নিকট পৌঁছাবে এমনটাই আশা করেন প্রাণিসম্পদ সেক্টরের সুধীজনরা।