বর্ণাঢ্য আয়োজনে জহির গ্রুপের বার্ষিক বনভোজন-২০২৪

Category: বিজনেস ও ইন্ডাস্ট্রি Written by agrilife24

এগ্রিলাইফ প্রতিনিধি: জহির গ্রুপের উদ্যোগে বর্ণিল সব আয়োজনের মধ্য দিয়ে ঢাকার অদূরে কেরানীগঞ্জের কলাটিয়ার তারানগরে অবস্থিত শ্যামল বাংলা রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে গত শুক্রবার (০১ মার্চ) বার্ষিক বনভোজন ২০২৪ উদযাপিত হয়েছে । জহির গ্রুপের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, তাঁদের পরিবারের সদস্যবৃন্দ মিলে প্রায় ৪৫০ জনের মত সদস্য আনন্দঘন পরিবেশে দিনটি পার করেন।

দিনব্যাপি নানা আয়োজনে সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জহিরুল ইসলাম, সম্মানিত চেয়ারম্যান শিউলী ইসলাম, জনাব খালেদ সাইফুল্লাহ (ছোয়াদ) (পরিচালক), জনাব ফেরদৌস মাহমুদ চৌধুরী (পরিচালক), জনাব মো: সাদেকুল ইসলাম (সিএফও), জনাব মো: আলীম আল রাজী (জি.এম.কমার্শিয়াল), জনাব রাহাদ হোসেন বাদল (জি.এম সেলস) প্রমুখ অংশগ্রহন করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো: নাজিম উদ্দিন (জি.এম, বেস্ট এনিমেল হেলথ লিমিটেড)।

জহির গ্রুপ পরিবারের সকল সদস্যের আনন্দঘন উপস্থিতিতে- খেলাধুলা, আড্ডা, মধ্যাহ্নভোজ, কুইজ প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণিল সব আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়।

উল্লেখ্য, জহির গ্রুপের প্রতিষ্ঠান সমূহ হলো মদিনা ট্রেডিং কর্পোরেশন, ইসলাম এগ্রোভেট লিমিটেড, সিন্দুরিয়া ফার্মস এন্ড হ্যাচারী, সোনার মদিনা ট্রান্সপোর্ট এজেন্সি, সাভার ট্রান্সপোর্ট এজেন্সি, হোটেল চাঁদ (আবাসিক), বেস্ট এনিমেল হেলথ লিমিটেড, মদিনা ল্যান্ডমার্ক লিমিটেড।